আকুলতা
অরূপ হালদার
কত ব্যাকুল হয়ে ডেকেছি তোমায়
তবু সে বারতা যায়নি কানে
আমার ডাকে ফাঁক ছিল বুঝি
তাই বাজেনি তোমার প্রাণে ;
কেমন করে ডাকবো তোমায়
সেই কথা আজ শিখিয়ে দাও
যা সামান্য ধন আছে আমার
সব কিছু গো কেড়ে নাও ;
দাওনা আমায় ভিখারি করে
চাইবো তোমায় পরাণ ভরে
আসবে তুমি ভিক্ষা দিতে
চাইবে তুমি আমায় নিতে;
তখন আমি বলবো তোমায়
এখন সময় হল
কেঁদে কেঁদে দৃষ্টি গেছে
কেমনে দেখব বল;
পারবে কিগো পালিয়ে যেতে
আমায় ছেড়ে মাগো
কাঁদতে হবে আমার সাথে
ভুলতে পারবে নাগো । ।
Comments