দর্শন: ঋগবেদ সুক্ত অনুবাদ : অরূপ হালদার
সংগচ্ছধ্বম সংবদধ্বম সং বো মনাংসি জানতাম
দেবাভাগং যথা পূর্ব সঞ্জনানা উপাসতে
সমানো মন্ত্র: সমিতি: সমানী সমানং মন: সমচিত্তমেষম
সমানী ব আকৃতি সমানা হৃদয়ানি ব:
সামানামস্তু বো মনো যথা ব: সুসহাস্তি।।
অনুবাদ : অরূপ হালদার
আমরা এক উদ্দেশ্য নিয়ে একসঙ্গে এগোই।
আমরা খোলামনে সাহচর্য্যে একসাথে কাজ করি
যেমন দেবতারা নিজের মধ্যে সবকিছু ভাগ করে নেন ।
আমাদের প্রার্থণা এক হোক।
আমরা ভ্রাতৃত্ব বোধ করি।
আমাদের আকাঙ্খার সাযুজ্য থাকে।
আমরা সবাই সমমনোভাবাপন্ন হই।
আমাদের মধ্যে দ্বন্দ্ব দূর হোক।
আমরা দৃঢ় বন্ধুত্বের সাথে এক হয়ে চলি।
(অনুবাদক ও সম্পাদকের ভূলত্রূটি মার্জনীয় )
Comments