কবিতা / Poetry: "অবুঝ" ~অর্ক রায় চৌধুরী
মন, তুই কি আমায় বুঝলি না?
প্রাণের মানুষ চিনলি না ।
কিসের টানে আজকে দিস সারা?
ওই সোনা রোদের আলোতে,
বা বৃষ্টি ভেজা সন্ধ্যাতে,
তুই যে আর কাউকে ডাকিস না ?
তুইত ভালবাসাও চিনলি না,
সত্যি মিথ্যেও বুঝলি না,
সোনার খাঁচা খুঁজলি সারাদিন ।
যেমন বনের পাখি আকাশে,
প্রাণ খুলে দিয়ে বাতাসে,
তা কি তুই আর জানবি কোনোদিন ?
হঠাৎ ঘুম ভেঙ্গে যায় রাত্তিরে,
একলা চাঁদের পাশেতে,
মন আমার আর বাধা মানে না।
আমি ছুটে বেরোই রাস্তাতে,
পথের ধুল গায়ে মেখে,
তাকে করলাম ভীষণ আনমনা ।
তোর কাছে এইসবই মিছে,
তুই যে শুধই গেছিস জিতে,
কবিতা যে তাই পাবেই লাঞ্ছনা ।
দেখো, ভাঙল সকালেতে ঘুম,
ব্যাস্ততা ভরা বেডরুম,
পেটের জ্বালা ভোলায় কল্পনা ।
~ অর্ক রায় চৌধুরী
Comments