স্বপনে
রতন জানা
বন্ধু' তোমায় আমি ডাকি এতবার
কখনও তো তুমি মোরে ডাকনা।
ব্যাথা দাও তুমি মোরে শতবার
কখনও কি তোমার হয়না মনে
একটু দিতে সান্ত্বনা (আমায়)।
যতই করনা তুমি, মোরে অবহেলা
বুকে ধরে রেখে দেব, তোমার গাঁথা মালা।
মন দিতে না চাও, সাড়া যদি না দাও
বাতায়নে বসে নীরবে জেন আমি,
একেলা সহিব সকল বেদনা (আমার )।
হয়তো কোনওদিন, কোনও অলস-ক্ষণে
মোর কথা আবার পড়বে তোমার মনে।
হাসে মধুচাঁদ যদি সে শুভ লগনে।
কুসুম-গন্ধ যদি ভেসে আসে পবনে,
অভিমান বশে আমায় ডাকতে ভুলোনা
(যেন ভুলোনা)।
৭ বৈশাখ ১৪২৬, মধ্য-রজনী
[ কাব্য গ্রন্থ : শয়নে-স্বপনে ]
Comments