উত্তরণ

অরূপ হালদার


চোখের জল ঢাকতে গিয়ে 
হাসছ কেন এত 
যন্ত্রণা বুঝি দিচ্ছে চাড়া 
শাণিত ছুরির মত। 
জীবন যন্ত্রণা মনে হয় অসহ 
হেরে যাওয়া ছাড়া থাকে না পড়ে তো কিছু 
কাঁদতে কাঁদতে সময়টা যায় চলে 
তবুও ছোটা অলীক সুখের পিছু। 

স্বপ্ন দেখার নেই তো কোন শেষ 
আনন্দ সায়রে বৃথাই ডোবার চেষ্টা 
উঠে আসে তবু পাত্র ভরা গরল 
জানিনা কবে মিটবে মনের তেষ্টা। 
বেদনার এক রোমানটিসিজম আছে 
কেন যে সে করে এমন আকর্ষণ 

প্রাণের সৃষ্টি হয় কি ব্যথার গর্ভে 
সত্যি কি ঘটে আনন্দে  উত্তরণ।। 


 

Comments

Anonymous said…
হালদার মহাশয় প্রণাম নেবেন। রঞ্জন দে। হাওড়া।

Disclaimer

The Editors cannot be held responsible for errors or any consequences arising from the use of information contained in this blog, "Dehiscence2u". The views and opinions expressed by the Authors do not necessarily reflect those of the Publisher and Editors, neither does the publication of advertisements constitute any endorsement by the Publisher and Editors of the products advertised.