কবিতা / Poetry: "প্রকৃতি তোমায়" ~ সোহিনী রায়
তুমি পাহাড়,তুমি কঠিন.. তাই নত হয়ে থাকি। তুমি সমুদ্র,তুমি অসীম,তুমি অনন্ত। তাই নিজে কে বড় ক্ষুদ্র লাগে। তুমি জঙ্গল,তুমি ঘন,তুমি অপার। তাই অবাক হয়ে চেয়ে রই। তুমি মরুভূমি,তুমি রুক্ষ,উষ্ণ তাই তোমার থেকে দূরে থাকি। তুমি বৃষ্টি,তুমি শান্তি তাই তোমায় পেয়ে এত আনন্দ। তুমি বন্যা, তুমি ঝড়, তাই করেছ সব এলোমেলো। তুমি প্রকৃতি,তুমি শান্ত। তাই তোমায় ভালবেসি আজও অক্লান্ত। ~ সোহিনী রায়