আদরে সোহাগে
চন্দন বন্দ্যোপাধ্যায়
দিন দিন প্রতিদিন ঝুলে থাক ঘরের দেওয়ালে
বছরে দু 'একদিন মরচে ধরা পেরেক বাঁচিয়ে
ব্যস্ততার ধূলোঝাড়া, বছরকার মালা।
মনে পড়ে বাবার আস্কারা।
মা'র কাছে নামতা পড়া, আদরে সোহাগে .........
বছরে দু 'একদিন মরচে ধরা পেরেক বাঁচিয়ে
ব্যস্ততার ধূলোঝাড়া, বছরকার মালা।
মনে পড়ে বাবার আস্কারা।
মা'র কাছে নামতা পড়া, আদরে সোহাগে .........
দিন-দিন প্রতিদিন বরাভয় দিয়ে গেলে
অষ্টমী নিশীথে কালীঘাটে, জৈষ্ঠে চাকলা
কখনও জগন্নাথ কখনও বিশ্বনাথ, ব্যস্ততার ফেরিঘাটে
এক্কা-দোক্কা খেলতে খেলতে
শশব্যস্ত লিফট-এর দ্রুত উত্থান, আদরে সোহাগে .........
অষ্টমী নিশীথে কালীঘাটে, জৈষ্ঠে চাকলা
কখনও জগন্নাথ কখনও বিশ্বনাথ, ব্যস্ততার ফেরিঘাটে
এক্কা-দোক্কা খেলতে খেলতে
শশব্যস্ত লিফট-এর দ্রুত উত্থান, আদরে সোহাগে .........
দিন-দিন প্রতিদিন থেকে যাস চোখের আড়ালে
হরি-স্যারের ম্যাথ, রাধা ম্যামের ইংলিশ
চন্দ্রমৌলির কাতালান গিটার
নম্বর উপচানো রেজাল্ট, টুকটাক কালচারাল
পাপাকে ফেসবুক ওয়ালে, বাবা বলে ভুল হয়
আদরে সোহাগে .........
হরি-স্যারের ম্যাথ, রাধা ম্যামের ইংলিশ
চন্দ্রমৌলির কাতালান গিটার
নম্বর উপচানো রেজাল্ট, টুকটাক কালচারাল
পাপাকে ফেসবুক ওয়ালে, বাবা বলে ভুল হয়
আদরে সোহাগে .........
দিন দিন প্রতিদিন ফোন আসে ফোন যায়
হঠাৎ টেক্সট আসে উইল কল ইউ ল্যাটার
হরিপদ দাঁড় বায়, সুপর্ণার ক্যানভাসে উর্ণনাভ আঁক কাটে
মার্সিডিজের চাবি হাতে, ম-এ -- ম -এ মাখামাখি হতে -হতে
ক্লান্তি আসে, একদলা থুতু গিলি
আদরে সোহাগে .........
রাতারাতি ঘুম আসে, মা দুধ জ্বাল দিচ্ছে
বাবা জুতোর ফিতে বেঁধে দেবে -- আজ ২২ শ্রাবণ
মুখস্থ বলবো আফ্রিকা; দু 'পাতা তুলসি - এক ফোঁটা চন্দন
খান-তিন শিউলির মালা জোগাড় করে রেখ -- মালা
খুব-খু উ ব - খু উ উ ব ঘুম আসছে আজ
Comments