তীর্থক্ষেত্র
অরূপ হালদার
গুরু পঞ্চাশ শিষ্য উনচল্লিশ
কেমন করেএত কমসময়ে জমিয়ে দিল মজলিশ
কেশবসেন, গিরীশবাবু বলরাম আর ডাক্তার
কখনো বাস কাশীপুরে কখনো বাগবাজার
কোলকেতায় নাটক দেখে বিনোদিনীকে আশীর্বাদ
বিদ্যেসাগর আর বঙ্কিমকে দেখার বড় সাধ
কত কত যুগ হয়ে গেল পার
এখনো সুগন্ধ তার চারিধার
ধীরে ধীরে করছে গ্রাস সবার অন্তরে দৃঢ় বিশ্বাস
ঈশ্বর তোর পরমাত্মীয় দিয়েছ তুমি আশ্বাস
যখন পড়ি বিপদে পিতামাতা আশ্রয়
বুকের মাঝে আগলে রাখে বলে নেই কোন তোর ভয়
গুরু বলে, মায়ের কাছে দুখের কথা বল
সাথে করে নিয়ে যা শুধু দুফোঁটা চোখের জল
নেই কোন তফাৎ তোর মা আর মন্দিরের মায়ে
শিষ্য ভাবে কি যে চাই, ফেললে এ কি দায়ে
যা খুশি তোর মন চায় মায়ের কাছে চেয়েনে
সব কিছু পেয়ে যাবি তুই যা আছে এই ভুবনে
ছেলে জানতো না, মা জানতো ছেলেটা কেন আসছে
কোথায় গেল দারিদ্র জ্বালা, সে আনন্দ সাগরে ভাসছে
নেই জাত নেই পাত আছে শুধু কর্ম
চরৈবেতি চরৈবেতি এটাই তোমার ধর্ম
আরেক জনা জয়রামবাটি হতে কামারপুকুর
সেথা হতে দক্ষিণেশ্বর
আসতে তাকে হবেই হবে
সেথা রয়েছে যে তার ঈশ্বর
সবার ভালো চাইবি তোরা কারো দোষ দেখিসনে
মানুষের সেবা করে যারে তোরা সাধন ভজনে পাবিনে
শিষ্য বলে তুমি জগন্মাতা
রোদ বৃষ্টি ঝড় বাদলে তুমি হলে ছাতা
মৃত্যু হতে অমৃতের পথে হোক না উত্তরণ
কথামৃত আরপরম পুরুষে স্নাত হোক এ জীবন।।
কালীঘাট
Comments